অসম বয়সের এক প্রেমের গল্প
‘আজিজুল হাকিম আর জিনাত হাকিম আমার ভালো বন্ধু। আমি, হাকিম এবং আরও কয়েকজন প্রায় কাছাকাছি সময়ে নাটকে কাজ শুরু করেছিলাম। মজার ব্যাপার হলো, আমি এখন হাকিমের মেয়ের সঙ্গে অভিনয় করছি। নাযাহ্ একেবারে আমার বিপরীতেই অভিনয় করছে। কাজটা ও খুব ভালো করছে।’ বললেন শহীদুজ্জামান সেলিম।
এক কিশোরীর অসম প্রেমভাবনা নিয়ে তৈরি হচ্ছে নাটক পেসমেকার। গতকাল বুধবার থেকে শুটিংবাড়ি আশ্রয়ে নাটকটির কাজ শুরু হয়েছে। এখানে অংশ নিচ্ছেন সেলিম ও নাযাহ্।
আজিজুল হাকিম আর জিনাত হাকিম দম্পতির মেয়ে নাযাহ্ বাস্তবে এখন দশম শ্রেণীর ছাত্রী। নাটকের গল্পে তার মনে নানা রং। বাসার গৃহশিক্ষক সেলিমকে ঘিরে সে স্বপ্নের জাল বোনে। একসময় তা ভেঙে যায়। নাযাহ্ চিকিৎসক হয়েছে। অনেক বছর পর বৃদ্ধ সেলিমের হূদ্যন্ত্রে পেসমেকার দিতে হবে। চিকিৎসা দিতে গিয়ে সেলিমকে চিনতে পারে মেয়েটি। নিজের হাতে সেলিমের হূদ্যন্ত্রে পেসমেকার যুক্ত করে সে।
নাযাহ্ বললেন, ‘আমি এর আগেও এক ঘণ্টার এবং ধারাবাহিক নাটকে কাজ করেছি। তবে এবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। তাও আবার সেলিম আঙ্কেলের (শহীদুজ্জামান সেলিম) সঙ্গে! খুব ভালো লাগছে।’
এক কিশোরীর অসম প্রেমভাবনা নিয়ে তৈরি হচ্ছে নাটক পেসমেকার। গতকাল বুধবার থেকে শুটিংবাড়ি আশ্রয়ে নাটকটির কাজ শুরু হয়েছে। এখানে অংশ নিচ্ছেন সেলিম ও নাযাহ্।
আজিজুল হাকিম আর জিনাত হাকিম দম্পতির মেয়ে নাযাহ্ বাস্তবে এখন দশম শ্রেণীর ছাত্রী। নাটকের গল্পে তার মনে নানা রং। বাসার গৃহশিক্ষক সেলিমকে ঘিরে সে স্বপ্নের জাল বোনে। একসময় তা ভেঙে যায়। নাযাহ্ চিকিৎসক হয়েছে। অনেক বছর পর বৃদ্ধ সেলিমের হূদ্যন্ত্রে পেসমেকার দিতে হবে। চিকিৎসা দিতে গিয়ে সেলিমকে চিনতে পারে মেয়েটি। নিজের হাতে সেলিমের হূদ্যন্ত্রে পেসমেকার যুক্ত করে সে।
নাযাহ্ বললেন, ‘আমি এর আগেও এক ঘণ্টার এবং ধারাবাহিক নাটকে কাজ করেছি। তবে এবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। তাও আবার সেলিম আঙ্কেলের (শহীদুজ্জামান সেলিম) সঙ্গে! খুব ভালো লাগছে।’
0 comments:
Thanks for Comment