থার্ড পার্টি ওয়েবসাইটের জন্য টুইটারে ফলো বাটন

সম্প্রতি মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার কর্তৃপক্ষ থার্ড পার্টি ওয়েবসাইটের জন্য একটি নতুন ফলো বাটন যোগ করেছে। জানা গেছে, এই বাটনটির সাহায্যে টুইটার ব্যবহারকারী যে কোনো ওয়েবসাইটের অ্যাকাউন্ট সরাসরি ফলো করতে পারবেন। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিভিন্ন ওয়েবসাইটের ফলো বাটনে ক্লিক করে সে সাইটির বিভিন্ন আপডেট সরাসরি অ্যাকাউন্টে দেখতে পাবেন ব্যবহারকারী। কর্তৃপক্ষের বক্তব্য, এই ফলো বাটনটির সাহায্যে সহজেই ব্যবহারকারী তার পছন্দের সাইটের আপডেট জানতে পারবেন।


টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাটনটি চালু হবার পরই ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ওয়েবসাইট তাদের সাইটে এটি যুক্ত করেছে।


ফটো শেয়ারিং সার্ভিস গুজব
এদিকে এরই মধ্যে গুজব রটেছে, মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার কর্তৃপক্ষ ফটো-শেয়ারিং সার্ভিস আনছে। জানা গেছে, নিজস্ব এই ফটো শেয়ারিং সাইটটি তৈরি করতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন টুইটার প্রকৌশলীরা। এই সার্ভিসটি টুইটপিক এবং ওয়াইফর্গ এর মতোই হবে বলে বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট আভাস দিচ্ছে।


জানা গেছে, টুইটারের নিজস্ব ফটো শেয়ারিং সাইটটির গুজব চাউর না হতেই বিভিন্ন মিডিয়ার কাছে পৌঁছে গেছে।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, মূলত এই গুজবের ডালপালা ছড়ায় যখন টুইটার কর্তৃপক্ষ থার্ড পার্টি ক্লায়েন্ট বন্ধ করে দিয়ে টুইটডেক কিনে নেয় তারপর থেকেই। তবে, এ ব্যপারে আনুষ্ঠানিক কিছুই এখনও বলেনি করেনি টুইটার।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO