বিশ্বে ফেসবুক ব্যবহারকারী প্রতি ১০ জনে একজন

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক ৭০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। ফেসবুকের পরিসংখ্যান ব্লগ সোশ্যালবেকারস-এর মে মাসের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ১৬ লাখ ১২ হাজার ১৪০ জন। খবর ওয়াশিংটন পোস্ট-এর।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, তথ্য অনুসারে, ফেসবুকের সর্ব্বোচ্চ ব্যবহারকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশটিতে ফেসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ১৪ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২৬০ জন। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক এবং ভারত।


জানা গেছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ১.০২ ভাগ ফেসবুক ব্যবহারকারী। পাশাপাশি বাংলাদেশে ফেসবুকই এখন শীর্ষ মিডিয়া।


জানা গেছে, দেশে ফেসবুক ব্যবহারকারীর ৭৬ শতাংশ পুরুষ আর ২৪ ভাগ নারী। এ ছাড়াও দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারী ৩%, ১৬-১৭ বয়সী ৭%, ১৮ থেকে ২৪ বছর বয়সী ৫০% এবং ২৫থেকে ৩৪ বছর বয়সী ৩১%।


মে মাসের পরিসংখ্যান অনুসারে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল এবং ভারত।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুকে প্রতিমাসে ৬০০ কোটিরও বেশি ছবি আপলোড করা হয়। মেয়েদের প্রোফাইলেই সবচেয়ে বেশি ছবি আপলোড করা হয়।


উল্লেখ্য, ফেসবুককে যদি একটি অঞ্চল হিসেবে ধরা হয় তবে এটি হবে জনসংখ্যার দিক চীন এবং ভারতের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO