দুই হাজার বছরের সোনার ঘণ্টা
জেরুজালেম: জেরুজালেমে ২০০০ বছরের পুরোনো ছোট একটি সোনার ঘণ্টা পাওয়া গেছে। শুক্রবার শহরের পুরনো এলাকায় ধ্বংসস্তুপের মধ্যে এটি পাওয়া যায়। ঘণ্টাটি নবী সোলাইমানের সময়কার বলে জানিয়েছে ইসরায়েলের প্রাচীন নিদর্শন সংগ্রহশালা কর্তৃপক্ষ (আইএএ)।
আইএএ কর্তৃপক্ষ ধারণা করছে, ছোট ঘণ্টাটি এক প্রকার অলংকার হিসেবে ব্যবহার হতো, যা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাপড়ের সঙ্গে সেলাই করা ছিলো। ডেভিড শহরের নিষ্কাশন ব্যবস্থার জন্য খনন কাজ চালানোর এক পর্যায়ে এই ঘণ্টাটি উদ্ধার করা হয়। ডেভিড শহরটি আরব প্রতিবেশী সিলওয়ানের পাশেই এবং পুরানো শহরের দক্ষিণে।
ঘণ্টাটি মূল নিষ্কাশন চ্যানেলের মধ্যে পাওয়া যায়। আর এই চ্যানেল হয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৃষ্টির পানি সিলম ডোবায় চলে যায়। আর এই ডোবার কথা বাইবেলে বেশ কয়েকবার উল্লেখ আছে।
আপাতদৃষ্টিতে জেরুজালেমের রাস্তা দিয়ে রকিনসনের খিলানের কাছে কোনো একজন উচ্চপদস্থ কর্মকর্তা হাঁটার সময় তার পোশাক থেকে সোনার ঘণ্টাটি রাস্তার নিচের নিষ্কাশন চ্যানেলে পড়ে গিয়ে থাকতে পারে।
খ্রিস্টানদের উচ্চস্থানীয় পাদ্রীরা তাদের পরিহিত পোশাকে ঘণ্টা সেলাই করে রাখতেন।
তাই বলা হয়েছে, ঘণ্টাটি কোনো এক পাদ্রীরও হতে পারে।
আইএএ কর্তৃপক্ষ ধারণা করছে, ছোট ঘণ্টাটি এক প্রকার অলংকার হিসেবে ব্যবহার হতো, যা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাপড়ের সঙ্গে সেলাই করা ছিলো। ডেভিড শহরের নিষ্কাশন ব্যবস্থার জন্য খনন কাজ চালানোর এক পর্যায়ে এই ঘণ্টাটি উদ্ধার করা হয়। ডেভিড শহরটি আরব প্রতিবেশী সিলওয়ানের পাশেই এবং পুরানো শহরের দক্ষিণে।
ঘণ্টাটি মূল নিষ্কাশন চ্যানেলের মধ্যে পাওয়া যায়। আর এই চ্যানেল হয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৃষ্টির পানি সিলম ডোবায় চলে যায়। আর এই ডোবার কথা বাইবেলে বেশ কয়েকবার উল্লেখ আছে।
আপাতদৃষ্টিতে জেরুজালেমের রাস্তা দিয়ে রকিনসনের খিলানের কাছে কোনো একজন উচ্চপদস্থ কর্মকর্তা হাঁটার সময় তার পোশাক থেকে সোনার ঘণ্টাটি রাস্তার নিচের নিষ্কাশন চ্যানেলে পড়ে গিয়ে থাকতে পারে।
খ্রিস্টানদের উচ্চস্থানীয় পাদ্রীরা তাদের পরিহিত পোশাকে ঘণ্টা সেলাই করে রাখতেন।
তাই বলা হয়েছে, ঘণ্টাটি কোনো এক পাদ্রীরও হতে পারে।




0 comments:
Thanks for Comment