সৌরজগতে নতুন চাঁদ

সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা)-এর গবেষকরা সৌরজগতে নতুন একটি চাঁদের সন্ধান পেয়েছেন। গ্রহ তালিকা থেকে বাদ পড়া বামন প্লুটোর চারপাশে ঘুরছে নতুন আবিষ্কৃত এই চাঁদটি। খবর হাফিংটন পোস্ট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে নতুন এ চাঁদটির সন্ধান পেয়েছেন নাসার গবেষকরা। এটি প্লুটোর চতুর্থ চাঁদ।

জানা গেছে, বামন হিসেবে প্লুটোতে কোনো ‘রিং’ আছে কিনা সেটি পরীক্ষা করতে গিয়ে নতুন এ চাঁদের খোঁজ পেলেন জ্যোর্তিবিদরা।

উল্লেখ্য, পৃথিবী থেকে প্লুটো ৩শ’ কোটি মাইল দূরে অবস্থিত। নতুন চাঁদটি ছাড়াও প্লুটোর তিনটি চাঁদ হচ্ছে শ্যারন, নিক্স এবং হাইড্রা।

জানা গেছে, নতুন চাঁদটি আকারে খুবই ছোটো। এর ব্যাস মাত্র ২১ মাইল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা এখনও এ চাঁদটির কোনো নাম দেননি। তবে, এর পরিচিতি হিসেবে ‘পি ৪’ নামেই একে ডাকছেন তারা।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO