আইবিএ-জেইউ চালু করছে উইকঅ্যান্ড এমবিএ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) চালু করতে যাচ্ছে উইকঅ্যান্ড এমবিএ।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইবিএ-জেইউ পরিচালক ড. মোহাম্মদ বখতিয়ার রানা এ তথ্য জানান।


তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফল সেমিস্টারে প্রথমবারের মতো উইকঅ্যান্ড এমবিএ প্রোগ্রামের ক্লাশ শুরু হবে। ভর্তির প্রাথমিক আবেদনপত্র জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে পাওয়া যাবে এবং অগাস্টের মাঝামাঝি সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, এই প্রোগ্রামটি ষাট ক্রেডিট আওয়ারের। এখানে শিক্ষার্থীরা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স, ম্যানেজমেন্টসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মেজর করার সুযোগ পাবে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO