ল্যাপটপ কেনার সময় খেয়াল রাখুন
ল্যাপটপ কিনতে চাইলে কিছু বিষয় খেয়াল রাখা উচিত। ল্যাপটপ কিনতে চাইলে শুধু configuration নয়, পাশাপাশি র্যাম, হার্ডডিস্ক আর বেকআপ সময় দেখা উচিত। পাশাপাশি ল্যাপটপের cache memory কত, তা-ও খেয়াল করতে হবে, যেন cache memory কমপক্ষে ২ মেগাবাইট হয়। আর ৩ মেগাবাইট হলে আরও ভালো হয়। সে ক্ষেত্রে আপনার কম্পিউটারের গতি অনেক বেড়ে যাবে।




0 comments:
Thanks for Comment