চাকরির নতুন ওয়েবসাইট
চালু হলো নতুন চাকরিবিষয়ক ওয়েবসাইট। চাকরি মেলা নামের এ সাইটে পাঁচটি দৈনিক পত্রিকার চাকরির বিজ্ঞাপনগুলো সেদিন রাত ১২টার মধ্যে প্রকাশ করা হয় ও ব্যবহারকারীদের জন্য রয়েছে হালনাগাদ জীবনবৃত্তান্ত রাখার সুবিধা। এ ছাড়া অ্যাকাউন্ট তৈরি করে প্রাইজবন্ডের নম্বর রাখা যায় এবং লটারিতে বিজয়ী ব্যক্তিকে ই-মেইল ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হয়। সাইটটির ঠিকানা: www.chakrimela.com।
0 comments:
Thanks for Comment