জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ২৮ ডিসেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ ডিসেম্বর। 
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার পরীক্ষা শেষ হওয়ার ৩৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। 
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ডিসেম্বরের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। 
গত ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জেএসসিতে পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন। আর জেডিসিতে ৩ লাখ ২৩ হাজার ৬৯১ জন। 
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার সারা দেশে দুই হাজার ৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। 
বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত ছাড়া সব বিষয়ে এবার সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়েছে। 
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের মতো এবারো জেএসসি ও জেডিসিতে তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যরা নবম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে তাদের পরবর্তীতে পরীক্ষায় অংশ নিয়ে অবশ্যই পাস করতে হবে। 


এবার পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। দৃৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক কারণে যারা লিখতে পারে না, তাদের শ্র“তি লেখকের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। 


বিডিনিউজ টোয়েন্টিাফের ডটকম/

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO