বাংলাদেশে মহাকাশ শিল্প স্থাপন করবে জাপান
ঢাকা: জাপান সরকার বাংলাদেশে মহাকাশ শিল্প স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত মন্ত্রীকে বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপনের যাবতীয় যন্ত্রপাতিসহ মহাকাশযানে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি তৈরি করার জন্য বাংলাদেশে একটি বৃহৎ শিল্প স্থাপনের জন্য জাপানের আগ্রহ রয়েছে।’
তিনি আরও জানান, আগামী মার্চ মাসে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ৪০ বর্ষপূর্তি অনুষ্ঠান ঢাকায় পালন করবে জাপান সরকার। এ উপলক্ষে সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ জাপানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে জাপান সরকারকে অনুরোধ জানান।
কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের সময় জাপানের শিল্পদ্যোক্তাগণ বাংলাদেশে উপস্থিত থাকবেন এবং বিনিয়োগের ক্ষেত্র বেছে নেবেন।
জাপানি রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ জাপানের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তাই বাংলাদেশে যে কোন সহায়তা কিংবা বিনিয়োগে জাপান সরকার খুবই উৎসাহী।
ড. হাছান মাহমুদ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলার জন্য গঠিত বিসিসিআরএফ-এ অর্থ সহায়তা প্রদানের জন্য জাপান সরকারকে অনুরোধ জানান। এছাড়া রাংগুনিয়া ইপিজেড-এ জাপানী শিল্প স্থাপন ও কর্ণফূলী টানেল নির্মাণে জাপান সরকারের সহায়তা কামনা করেন।
link
0 comments:
Thanks for Comment