এক কোটি নারী পরোক্ষ ধূমপানের শিকার

বাংলাদেশে প্রতিবছর প্রায় এক কোটি নারী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। মাদক বিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী সোমবার এক সেমিনারে এ তথ্য জানান। 

বিয়াম ফাউন্ডেশনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যেগে সেমিনারে বলা হয়, নারীদের মধ্যে শতকরা ৩০ ভাগ কর্মস্থলে এবং ২১ ভাগ পাবলিক প্লেসে পরোক্ষ ধুমপানের শিকার হচ্ছেন। 

মাদক নিয়ন্ত্রনে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আমির হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক আজম-ই-সাদাত। 

ডা. অরূপ রতন চৌধুরী জানান, প্রতিবছর তামাক ব্যবহারের কারণে ৫৭ হাজার মানুষ মারা যান এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গু হন। 

এ সব তথ্য সংবাদ মাধ্যমে প্রচার- প্রকাশ হলে তামাক ব্যবহারে অনেকেই নিরুৎসাহিত হবে বলে মনে করেন তিনি।

মস্তিস্কে রক্তক্ষরণের ৮০ শতাংশই পূর্ব সংকেত ছাড়াই ঘটে উল্লেখ করে তিনি জানান, এর মূল কারণ ধুমপান। তাছাড়া ডায়াবেটিসের পেছনেও ধূমপানের কারণ রয়েছে। 

অতিরিক্ত সচিব একেএম আমির হোসেন জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ সংশোধন হচ্ছে। এতে অনেক কিছুই নতুন থাকছে। 

সেমিনারে তামাক ব্যবহার নিয়ন্ত্রনে সংবাদ মাধ্যমের ভূমিকার বিষয়ে বক্তব্য রাখেন তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা-এর প্রধান তাইফুর রহমান। 

তিনি বলেন, বর্তমান বিদ্যমান আইন পরিবর্তন করা পাশাপাশি তামাকের ওপর প্রতিবছর কর বাড়ানো প্রয়োজন।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO