79তম অস্কার মনোনয়নে ভিনদেশি নয়টি ছবি
অস্কারের ভিনদেশি ছবির মনোনয়ন তালিকায় নাম লেখাল নয়টি ছবি। এর মধ্যে আছে কদিন আগে গোল্ডেন গ্লোবে সেরা ভিনদেশি ছবির সম্মান পাওয়া আ সেপারেশন। ইরানি এই ছবির লেখক-পরিচালক আসগার ফারাহাদি। তালিকায় আছে জার্মান পরিচালক উইম ওয়েন্ডারের পিনা ছবিটি। সেরা ডকুমেন্টারি ফিচারের তালিকায় মনোনয়ন পেয়েছে পিনা। তালিকায় নাম লেখানো অন্যান্য ছবির মধ্যে আছে বেলজিয়ামের বুলহেড, কানাডার মশিয়েঁর লাঝার, ডেনমার্কের সুপারক্ল্যাসিকো, ইসরায়েলের ফুটনোট, মরক্কোর ওমর কিলড মি, পোল্যান্ডের ইন ডার্কনেস এবং তাইওয়ানের ছবি ওয়ারিয়রস অব দ্য রেইনবো: সিডিক ব্যালে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে অস্কার মনোনয়নের তালিকা। মূল আসর বসবে ফেব্রুয়ারির ২৬ তারিখে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে অস্কার মনোনয়নের তালিকা। মূল আসর বসবে ফেব্রুয়ারির ২৬ তারিখে।




0 comments:
Thanks for Comment