রেকর্ড তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি
জুরিখ: ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন লিওনেল মেসি। আরেকবার জিতে নিলেন ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব। পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার বিরল কৃতিত্ব তাঁর একার।
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার ফিফার বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেসিকে পুরস্কার দেওয়া হয়। তিনি প্রতিদ্বন্দ্বীতা করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো এবং বার্সেলনা সতীর্থ জাভির সঙ্গে। মেসি পেয়েছেন ৪৭.৮৮ পয়েন্ট। রোনালদোর পয়েন্ট ২১.৬ আর জাভি ৯.২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।
ফিফা বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি,‘আমার জন্য এই মুহূর্তটি খুবই আনন্দঘন। তৃতীয়বারের মতো এই পুরস্কার জেতা বিশাল সম্মানেরও।’
২০০৯ সালের প্রথম ফিফা বার্ষসেরার পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। পরের বছর ২০১০ সালেও খেতাব ধরে রাখেন। ২০১১ সালে তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিলেন। গত বছর থেকে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে ব্যালন ডি অর পুরস্কার। তাই মেসি জিতলেন ফিফা ব্যালন ডি অর পুরস্কার।
ব্যালন ডি অর পুরস্কার পাওয়ার পেছনে ক্লাব ফুটবলে তাঁর পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বার্সেলনার হয়ে গত এক মৌসুমে ৫৫টি গোল করেছেন তিনি। ছয় মৌসুমে তৃতীয়বার দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও উপহার দিয়েছেন এই ফুটবল শিল্পী। ২০১১ সালে সব মিলে পাঁচটি শিরোপা জিতেছে মেসির বার্সেলনা। জাতীয় দলের হয়ে চারটি গোলও করেছেন।
মেসির আগে তিনবার করে ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন ব্রাজিলের রোনালদো এবং ফ্রান্সের জিনেদিন জিদান। কিন্তু তাদের কেউই টানা তিনবার এই পুরস্কার জেতেননি। রোনালদো ১৯৯৬, ১৯৯৭ এবং ২০০২ সালে ফিফা বর্ষসেরা হয়েছিলেন। আর জিদান ১৯৯৮, ২০০০ এবং ২০০৩ সালে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার এলেক্স ফার্গুসনকে প্রেসিডেন্সিয়াল পুরস্কারে সম্মানিত করা হয়েছে ফুটবলে অসামান্য অবদান রাখার জন্য। বর্ষসেরা কোচ হয়েছেন বার্সেলনার পেপ গার্দিওলা।
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার ফিফার বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেসিকে পুরস্কার দেওয়া হয়। তিনি প্রতিদ্বন্দ্বীতা করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো এবং বার্সেলনা সতীর্থ জাভির সঙ্গে। মেসি পেয়েছেন ৪৭.৮৮ পয়েন্ট। রোনালদোর পয়েন্ট ২১.৬ আর জাভি ৯.২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।
ফিফা বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি,‘আমার জন্য এই মুহূর্তটি খুবই আনন্দঘন। তৃতীয়বারের মতো এই পুরস্কার জেতা বিশাল সম্মানেরও।’
২০০৯ সালের প্রথম ফিফা বার্ষসেরার পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। পরের বছর ২০১০ সালেও খেতাব ধরে রাখেন। ২০১১ সালে তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিলেন। গত বছর থেকে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে ব্যালন ডি অর পুরস্কার। তাই মেসি জিতলেন ফিফা ব্যালন ডি অর পুরস্কার।
ব্যালন ডি অর পুরস্কার পাওয়ার পেছনে ক্লাব ফুটবলে তাঁর পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বার্সেলনার হয়ে গত এক মৌসুমে ৫৫টি গোল করেছেন তিনি। ছয় মৌসুমে তৃতীয়বার দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও উপহার দিয়েছেন এই ফুটবল শিল্পী। ২০১১ সালে সব মিলে পাঁচটি শিরোপা জিতেছে মেসির বার্সেলনা। জাতীয় দলের হয়ে চারটি গোলও করেছেন।
মেসির আগে তিনবার করে ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন ব্রাজিলের রোনালদো এবং ফ্রান্সের জিনেদিন জিদান। কিন্তু তাদের কেউই টানা তিনবার এই পুরস্কার জেতেননি। রোনালদো ১৯৯৬, ১৯৯৭ এবং ২০০২ সালে ফিফা বর্ষসেরা হয়েছিলেন। আর জিদান ১৯৯৮, ২০০০ এবং ২০০৩ সালে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার এলেক্স ফার্গুসনকে প্রেসিডেন্সিয়াল পুরস্কারে সম্মানিত করা হয়েছে ফুটবলে অসামান্য অবদান রাখার জন্য। বর্ষসেরা কোচ হয়েছেন বার্সেলনার পেপ গার্দিওলা।




0 comments:
Thanks for Comment