শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের বড় আসর সিইএস
বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক শো ‘সিইএস’ শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে। তিন দিনব্যাপী লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০১২-এ আন-র্জাতিক প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে সময়ের উদ্ভাবিত পণ্যগুলো প্রদর্শন করা হবে। এতে ভোক্তাদের সরাসরি মতামতও নেয়া হয়। বিশ্ববাজারে বাজারজাতের আগে প্রযুক্তিপণ্যগুলোকে এ আসরে হাজির করা হয়। এবারের আয়োজনে প্রায় তিন হাজার প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন করা প্রযুক্তিপণ্য নিয়ে অংশ নেবে। বিশ্বের জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবারই শেষবারের মতো সিইএস প্রদর্শনীতে অংশ নেবে। এবারের আসরে মাইক্রোসফটের প্রকাশিতব্য উইন্ডোজ৮ অপারেটিং সিস্টেম প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। যদিও উইন্ডোজ ৮-এর পুরো তথ্যচিত্র দর্শনার্থীরা এখানে দেখতে পারবে না। তবে এটি সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করতে পারবে। এবারের আসরে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করবে ট্যাবলেট-এর প্রতি। যুক্তরাষ্ট্রের সিইএস প্রদর্শনীতে এবার শীর্ষ সব প্রযুক্তিনির্মাতাই অংশ নিচ্ছে। গত বছরের সিইএস উপভোগ করতে প্রায় দেড় লাখ মানুষ সমবেত হয়েছিল। এর মধ্যে ২৫ হাজারই যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এসেছিল বলে জানায় সিইএসের আয়োজকেরা। চলতি বছরের ১০-১৩ জানুয়ারি পর্যন- এ আয়োজনে এক লাখ ৪০ হাজার দর্শনার্থীর সমাগত প্রত্যাশা করছেন ‘সিইএস’ আয়োজক কর্তৃপক্ষ। এবারের মেলায় থাকবে না অ্যাপলের মতো প্রতিষ্ঠানের উপসি'তি। তবে অ্যাপলের পণ্য প্রদর্শন করবে আইলাউঞ্জ প্যাভিলিয়ন। গত বছরের তুলনায় তিন গুণ বেশি জায়গা নিয়ে আইলাউঞ্জের প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে।




0 comments:
Thanks for Comment