ছেলেদের পছন্দ হাসিখুশি মেয়েদের এবং মেয়েদের পছন্দ গম্ভীর ছেলেদের
হাশিখুশি নয়, বরং গম্ভীর ছেলেদের পছন্দ করে মেয়েরা। অন্যদিকে, ছেলেদের ভাললাগার ব্যাপারটি পুরোপুরি বিপরীত, তারা হাশিখুশি মেয়েই পছন্দ করে। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় আরো দেখা গেছে, যেসব ছেলের চেহারায় গর্ব ও লজ্জার অনুভূতি ফুটে উঠে তারা সহজেই নারী হৃদয় জয় করতে পারে। গবেষকরা বলেছেন, হাশিখুশি মেয়েদের অনুগত ও অবলা হিসেবে দেখা হয় বলে সম্ভবত ছেলেরা তাদের পছন্দ করে। অন্যদিকে, গবেষক জেসিকা ট্রেসি বলেছেন, গর্ব হতে পারে পুরুষের আত্মবিশ্বাস এবং জীবনসঙ্গিনী ও সন্তান ভরণ পোষণ করার মত সামর্থ্যরে ইঙ্গিতবাহী সূচক। আর তাই চেহারায় গর্বের ছাপ থাকলে তাকে পছন্দ করে মেয়েরা।
গবেষণাটি পরিচালনা করেছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা। আমেরিকান সাইকোলোজিক্যাল এ্যাসোসিয়েশনের প্রকাশিত ইমোশন নামক সাময়িকী গবেষণার ফল প্রকাশ করেছে। আর গবেষণাটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস।
তবে গবেষনা কর্মটি আমাদের দেশের ছেলে-মেয়েদের পছন্দের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হবে তার জন্য আর একটি গবেষনা করা যেতে পারে। সত্যি সত্যিই হয়তো আমাদের কেউ একজন এব্যাপারে গবেষণা করলেও করতে পারে। আমরা সেদিনের জন্য অপেক্ষায় থাকলাম। তবে যেসব ছেলেরা একটু গম্ভীর তারা একটু আনন্দো করে নিন এবং মেয়েদের সামনে গিয়ে গাম্ভীর্য ভাবটি দেখানোর চেষ্টা করুন। তবে যাতে করে গণধোলাই খেতে না হয় সেব্যাপারটিও মাথায় রাখবেন। আর যে সব ছেলেরা হাসিখুশি তারা নিজেদেরকে একটু গম্ভীর গম্ভীর ভাব দেখানোর চেষ্টা করুন। গম্ভীর-অগম্ভীর সকল মেয়েদেরকেও হাসিখুশি থাকার অনুরোধ করছি। সকলে ভাল থাকবেন।
link
গবেষণাটি পরিচালনা করেছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা। আমেরিকান সাইকোলোজিক্যাল এ্যাসোসিয়েশনের প্রকাশিত ইমোশন নামক সাময়িকী গবেষণার ফল প্রকাশ করেছে। আর গবেষণাটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস।
তবে গবেষনা কর্মটি আমাদের দেশের ছেলে-মেয়েদের পছন্দের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হবে তার জন্য আর একটি গবেষনা করা যেতে পারে। সত্যি সত্যিই হয়তো আমাদের কেউ একজন এব্যাপারে গবেষণা করলেও করতে পারে। আমরা সেদিনের জন্য অপেক্ষায় থাকলাম। তবে যেসব ছেলেরা একটু গম্ভীর তারা একটু আনন্দো করে নিন এবং মেয়েদের সামনে গিয়ে গাম্ভীর্য ভাবটি দেখানোর চেষ্টা করুন। তবে যাতে করে গণধোলাই খেতে না হয় সেব্যাপারটিও মাথায় রাখবেন। আর যে সব ছেলেরা হাসিখুশি তারা নিজেদেরকে একটু গম্ভীর গম্ভীর ভাব দেখানোর চেষ্টা করুন। গম্ভীর-অগম্ভীর সকল মেয়েদেরকেও হাসিখুশি থাকার অনুরোধ করছি। সকলে ভাল থাকবেন।
link




0 comments:
Thanks for Comment