আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য জেনে নিন
- আপনি কি জানেন কতক্ষণ ধরে আপনার কম্পিউটারটি চালু আছে, কিংবা কবে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করেছিলেন? মনে পড়ছেনা, তাইনা? আর কতক্ষণ ধরে কম্পিউটার চালু আছে সেটাই বা জানব কি করে? জি, এটাও জানা সম্ভব এবং কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই। কিভাবে জানবেন এখন সে কথাই বলছি।
- প্রথমে Start>Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন
- এবার লিখুন systeminfo এবং এন্টার চাপুন
- কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটারের সকল তথ্যাবলী দেখা যাবে



0 comments:
Thanks for Comment