পুরোপুরি অন্ধত্ব থেকে মুক্তি?

চোখের আলো ফেরাতে এবার সফলতার কথা শোনালেন একদল বিজ্ঞানী। সম্প্রতি এক গবেষণায় ইঁদুর নিয়ে সফল পরীক্ষার পর মানুষের ওপরও এ চিকিৎসাপদ্ধতি কার্যকর বলে জানিয়েছেন তাঁরা। গবেষকদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ গবেষণা চালিয়েছেন। 

 গবেষকেরা বলছেন, সম্পূর্ণ দৃষ্টিহীন ইঁদুরের ওপর এ গবেষণা চালানো হয়েছে। তাঁরা আলোকসংবেদী কোষ ইনজেকশনের মাধ্যমে ইঁদুরের চোখে প্রবেশ করিয়ে এ পরীক্ষা চালান। এর প্রায় দুই সপ্তাহ পর রেটিনা পুনর্গঠিত হতে শুরু করে। রেটিনিটিস পিগমেনটোসা রোগে আক্রান্ত হলে রেটিনার আলোকসংবেদনশীলতা কমতে থাকে। একসময় তা দৃষ্টিহীনতায় রূপ নেয়। এ চিকিৎসাপদ্ধতি চোখের রোগে আক্রান্ত মানুষের ওপরও প্রয়োগ করা সম্ভব হবে বলে গবেষকেরা মনে করছেন। বিজ্ঞানীরা বলছেন, এ চিকিৎসাপদ্ধতি দ্রুত এগিয়ে চলছে। তবে চোখের এ দৃষ্টিশক্তি কেমন হবে, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। গবেষক রবার্ট ম্যাকলারেন জানান, ‘আমরা এ পরীক্ষায় সম্পূর্ণ দৃষ্টি কাঠামোটাকে নতুনভাবে তৈরি করেছি। এখানে সম্পূর্ণ দৃষ্টিহীন ইঁদুরের ওপর গবেষণায় চোখে কোষ প্রবেশ করিয়ে আলোকসংবেদী পর্দাকে পুনর্গঠিত করা হয়েছে। আলোর উপস্থিতি থাকলে যখন ইঁদুরগুলো পালিয়ে যায়, তখন এদের চোখের মণিতে পড়া আলো মস্তিষ্ক ধারণ করতে পারে কি না, তা-ও পরীক্ষা করা হয়েছে।’ গবেষকেরা ইতিমধ্যেই চোখের রোগে আক্রান্ত মানুষের ভ্রূণের স্টেম সেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

সূত্রঃ প্রথম আলো, ০৭ জানুয়ারী ২০১৩ ইং

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO