মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন?

গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে মানুষ মারা যাচ্ছে।বিএনপি ইতোমধ্যেই যাকে 'গণহত্যা' বলে আখ্যা দিয়েছে।নিহত লোকজন যে দল বা মতেরই হোক না কেন,সর্বোপরি তারাতো আমাদের দেশের নাগরিক।সে হিসেবে এ ধরনের মৃত কখনোই সমর্থনযোগ্য নয়।কিন্তু এ ক্ষেত্রে আমরা দেখলাম মানবাধিকার সংগঠনগুলো নীরবতা পালন করছে।অথচ বিগত চারদলীয় জোট সরকারের সময়,অপেক্ষাকৃত তুচ্ছ ঘটনায়ও মানবাধিকার সংগঠনগুলো হাকডাক শুরু করে দিত।তবে কি বর্তমানে মানবাধিকারের সংগা পাল্টে গেছে,না পাল্টানো হয়েছে?নাকি মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক দৃষ্টিভংগী নিয়ে পরিচালিত হচ্ছে?
'আইন ও সালিশ কেন্দ্র' নামক মানবাধিকার সংগঠনটি এবং এর নেত্রী সুলতানা কামাল আজ বিস্ময়করভাবে নীরব।বিগত চারদলীয় জোট সরকারের সময় যাঁর মুখে খই ফুটত,তাঁর এ নীরবতার কারণকি রাজনৈতিক ! আসলে রাজনৈতিক কারণে মানবাধিকারের সংগা পাল্টানো হয়ত বাংলাদেশেই সম্ভব,অন্য কোথাও নয়।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO