নতুন গান মস্তিষ্কের জন্য উপকারী
সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবরই বটে এটা। কেননা নতুন এক গবেষণা থেকে জানা গেছে নতুন গান শোনা মস্তিষ্কের জন্য উপকারী।
এমআরআই স্ক্যানিং-এর মাধ্যমে কানাডার এক দল বিজ্ঞানী দেখিয়েছেন যে, যখন কেউ নতুন কোন গান শোনেন তখন তার মস্তিষ্কের বিশেষ অংশ আন্দোলিত হয় যা মস্তিষ্কের জন্য উপকারী।
যত বেশি সেই গান শোনা হয় তাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চল ততোটাই দৃঢ় সংযোগ স্থাপন করতে সক্ষম হচ্ছিল। এই অঞ্চল কে বলা হয় নিউক্লিয় অ্যাক্কুম্বেন্স। জার্নাল সায়েন্সে এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়।
টরোন্টোর রটম্যান রিসার্চ ইন্সটিটিউট এর ড. ভ্যালরি সালিম্পুর বলেন, এটা এমন না যে¬ -তুমি ক্ষুধার্ত এবং তুমি এখুনি খাবারের একটি টুকরো পেতে যাচ্ছ আর তুমি খুবি আন্দোলিত কারণ তুমি তা খেতে যাচ্ছ। এসবই নিউক্লিয় অ্যাক্কুম্বেন্সে অনুরণন সৃষ্টি করে। যেখানে গান একটি ভাবমূলক ব্যাপার হলেও এর কারনে যে অনুরণন মস্তিষ্কে সৃষ্টি হয় তা সত্যি চমকপ্রদ”।
গবেষকরা এখন বের করতে চাচ্ছেন কিভাবে এটি আমাদের গানের পছন্দের তালিকাকে প্রভাবিত করে আর সেই সাথে আমাদের মস্তিষ্কের কার্যক্রম থেকে বুঝতে চাচ্ছেন কেন মানুষ ভিন্ন ভিন্ন গানের প্রতি আকৃষ্ট হয়।
- বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এমআরআই স্ক্যানিং-এর মাধ্যমে কানাডার এক দল বিজ্ঞানী দেখিয়েছেন যে, যখন কেউ নতুন কোন গান শোনেন তখন তার মস্তিষ্কের বিশেষ অংশ আন্দোলিত হয় যা মস্তিষ্কের জন্য উপকারী।
যত বেশি সেই গান শোনা হয় তাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চল ততোটাই দৃঢ় সংযোগ স্থাপন করতে সক্ষম হচ্ছিল। এই অঞ্চল কে বলা হয় নিউক্লিয় অ্যাক্কুম্বেন্স। জার্নাল সায়েন্সে এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়।
টরোন্টোর রটম্যান রিসার্চ ইন্সটিটিউট এর ড. ভ্যালরি সালিম্পুর বলেন, এটা এমন না যে¬ -তুমি ক্ষুধার্ত এবং তুমি এখুনি খাবারের একটি টুকরো পেতে যাচ্ছ আর তুমি খুবি আন্দোলিত কারণ তুমি তা খেতে যাচ্ছ। এসবই নিউক্লিয় অ্যাক্কুম্বেন্সে অনুরণন সৃষ্টি করে। যেখানে গান একটি ভাবমূলক ব্যাপার হলেও এর কারনে যে অনুরণন মস্তিষ্কে সৃষ্টি হয় তা সত্যি চমকপ্রদ”।
গবেষকরা এখন বের করতে চাচ্ছেন কিভাবে এটি আমাদের গানের পছন্দের তালিকাকে প্রভাবিত করে আর সেই সাথে আমাদের মস্তিষ্কের কার্যক্রম থেকে বুঝতে চাচ্ছেন কেন মানুষ ভিন্ন ভিন্ন গানের প্রতি আকৃষ্ট হয়।
- বাংলানিউজটোয়েন্টিফোর.কম
0 comments:
Thanks for Comment