উদ্বেগজনকহারে গলছে অ্যান্টার্কটিক’র বরফ

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বরফের মহাদেশ বলে খ্যাত অ্যান্টার্কটিকে দ্রুত গতিতে বরফ গলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সোমবার নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানান, উষ্ণতা বৃদ্ধির কারণে দিন দিন আশঙ্কাজনক হারে বরফ গলছে।
অস্ট্রেলিয়ান ন্যশনাল ইউনিভার্সিটি ও ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে’র গবেষকরা একটি বরফের কেন্দ্রস্থল পরীক্ষার পর জানান, “গত এক হাজার বছরে বৈশ্বিক উষ্ণতার কারণে অ্যান্টার্কটিকের হিমবাহ ও বরফের পাহাড় অনেক দ্রুতহারে গলে যাচ্ছে।”
৬০০ বছরের বরফ গলার হারের সঙ্গে তুলনা করে গত ৫০ বছরে ১০ বার এ হার খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে বলেও জানান গবেষকরা।
গবেষণা দলের প্রধান নেরিলি আব্রাম বলেন, “গবেষণায় এটা প্রমাণ হয়েছে যে, অ্যান্টার্কটিকের এই অংশের জলবায়ু এবং পরিবেশ ব্যাপকহারে পরিবর্তিত হচ্ছে।”
আব্রাম ও তার গবেষক দল অ্যান্টার্কটিক উপদ্বীপের দক্ষিণ প্রান্তের কাছের ‘জেমস রোজ’ আইল্যান্ডের ৩৬৪ মিটার বরফ কেন্দ্র পরীক্ষার মাধ্যমে দেখেন, গত ৫০ বছরে বরফ গলার হার ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যেটা ৬০০ বছরের তুলনায় বেশ তীব্র।
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে’র গবেষক রবার্ট মালভেনি বলেন, “বরফ যে হারে গলছে সেটা বৈশ্বিক তাপমাত্রার জন্য হুমকি হয়ে উঠছে।”
- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO