১৯ এপ্রিলের এইচএসসি পরীক্ষা ৩ মে

১৯ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে আগামী ৩ মে। শিক্ষার্থীদের অনুরোধে এই পরীক্ষা পেছানো হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম আজ বুধবার প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।
হরতালের কারণে এর আগে ১১ এপ্রিলের পরীক্ষা ১৯ এপ্রিল নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছে যে ১৮ এপ্রিল তাদের পরীক্ষা আছে। তাই ভালো প্রস্তুতির জন্য ১৯ এপ্রিলের পরীক্ষা পেছানো উচিত।
শিক্ষার্থীদের এই দাবি বিবেচনায় নিয়ে ১৯ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৩ মে করা হয়েছে।
১৯ এপ্রিল এইচএসসিতে অর্থনীতি, পদার্থ, ব্যবসায়নীতি ও প্রয়োগসহ সমমানের কয়েকটি পরীক্ষা হওয়ার কথা ছিল।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO