৩৩তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশারফ হোসেন এ তথ্য জানান। লিখিত পরীক্ষায় ১৮ হাজার ৬৯৩ জন উত্তীর্ণ হয়েছেন বলে তিনি জানান।
পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_result_0417143842.pdf) ফল পাওয়া যাচ্ছে।
এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে BCS লিখে স্পেস দিয়ে ৩৩ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
ওয়েবসাইটে জানানো হয়েছে, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ মে অথবা কাছাকাছি কোনো সময়ে শুরু হবে। প্রথমদিকে কারিগরি, পেশাগত পদের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত ২০১২ সালের ২৯ ফেব্রয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন। এতে ২৮ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়।
এরপর গত ডিসেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৯ হাজার ৭৪৬ জন চাকরি প্রত্যাশী অংশ নেন।
প্রকাশিত ফলে সাধারণ ক্যাডারে ছয় হাজার ৮০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে চার হাজার ৪১৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে সাত হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হয়েছেন।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO