নামাজের সময় সূচী করে রাখুন আপনার কম্পিউটারে
আমরা অনেকেই আছি যারা নামাজ কে নিয়ে অবহেলা করি, সময় মত নামাজ আদায় করি না। আবার অনেকে ইচ্ছা থাকার পরেও পড়তে পারি না। কারন বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমরা ব্যাস্ত হয়ে যাই। মনে রাখবেন নামাজ বেহেস্তের চাবি। মনে করেন আপনি আপনার অফিসে বসে কাজ করছেন, কখন যে নামাজের সময় শেষ হয়ে গেল আপনি নিজেই জানেন না। আরো অনেক কারনে সঠিক সময়ে নামাজ আদায় করা হয় না। এই ঝামেলা থেকে মুক্তি পেতে ব্যাবহার করতে পারেন Salaat Time নামের এই সফটওয়্যারটি। শুধু কম্পিউটার খোলা থাকলেই হবে আপনাকে সময় মত বলে দিবে কখন কখন নাজের সময়।
সফটওয়্যারটি ব্যাবহার করতে হলে আপনাকে নতুন করে কিছু করতে হবে না। শুধু ডাউনলোড করলেই হবে। আপনাকে শুধু এলার্ম সেট করে নিতে হবে। উপরের বারে দেখবেন সাউন্ডবক্স আঁকা সেখানে ক্লিক করে এলার্ম সেট করে নিতে পারেন। তার পর থেকে প্রতিটি নামাজের সময় আপনাকে এলার্ম দিয়ে জানিয়ে দিবে। এলার্ম হিসেবে ব্যাবহার করতে পারেন কোরআন তেলাওয়াত। সাথে আছে মক্কা মদীনার ছবি। আরো অনেক কিছু আছে যা ডাউনলোড করলেই বুঝবেন। ডাউনলোড করবেন এই লিংক থেকে।
সফটওয়্যারটি ব্যাবহার করতে হলে আপনাকে নতুন করে কিছু করতে হবে না। শুধু ডাউনলোড করলেই হবে। আপনাকে শুধু এলার্ম সেট করে নিতে হবে। উপরের বারে দেখবেন সাউন্ডবক্স আঁকা সেখানে ক্লিক করে এলার্ম সেট করে নিতে পারেন। তার পর থেকে প্রতিটি নামাজের সময় আপনাকে এলার্ম দিয়ে জানিয়ে দিবে। এলার্ম হিসেবে ব্যাবহার করতে পারেন কোরআন তেলাওয়াত। সাথে আছে মক্কা মদীনার ছবি। আরো অনেক কিছু আছে যা ডাউনলোড করলেই বুঝবেন। ডাউনলোড করবেন এই লিংক থেকে।
0 comments:
Thanks for Comment