ScreenSaver কে বানিয়ে ফেলুন দেয়াল ঘড়ি!!

আমরা অনেকেই আছি যারা ScreenSaver কে সাজাই নানান ভাবে। ব্যাবহার করতে চাই অন্যরকম কিছু। কিন্তু কয় জনেই ScreenSaver এ কাজের জিনিস ব‌্যাবহার করি? যা ব‌্যাবহার করলে আমাদের কাজে আসবে এবং দেখতে ও সুন্দর। আসুন না এমন কিছু ব‌্যাবহার করি যা আমাদের কাজে আসবে।
আমাদের কম্পিউটারের ScreenSaver কে করে তুলবে আরো সুন্দর। সফটওয়্যারটির নাম হল ScreenSaver Clock। যা কিনা আপনার ScreenSaver এ দেয়াল ঘড়ি হয়ে আপনাকে সময় দেখাবে। ফ্রী তে সফটওয়্যারটি ডাউনলোড করবেন এই লিংক থেকে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO