ইন্টারনেট থেকে যেকোনো ফাইল নামানোর গতি বাড়িয়ে নিন
ইন্টারনেট থেকে যেকোনো ফাইল নামানোর ক্ষেত্রে (ডাউনলোড) অনেকেই ব্যবহার করেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আইডিএম) সফটওয়্যার। এটি ব্যবহার করে দ্রুত গতিতে ফাইল নামানো যায়। সফটওয়্যারটি নামানো যাবে
http://goo.gl/nHtM ঠিকানা থেকে। আইডিএমের সেটিংসের কনফিগার ঠিকভাবে করতে পারলে এটি অনেক ভালো গতি দেবে। এর আটটি ডিফল্ট কানেকশন পোর্ট একসঙ্গে কাজ করে ফাইল নামিয়ে থাকে। ডিফল্ট কানেকশন ১৬ সেট করে যেকোনো ফাইল নামানোর গতি অনেক বাড়ানো যাবে।
এ জন্য আইডিএম কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Downloads মেনু থেকে Option-এ ক্লিক করে খুলুন। এবার Connection ট্যাব select করে Connection Type/Speed এর বক্সে Other নির্বাচন করে পাশের ঘরে ১০০০০০ লিখুন। Default max. conn. number এর বক্সে ১৬ নির্বাচন করে OK করুন।
এবার Start menu থেকে Run select করে এখানে regedit লিখে Enter চাপুন। এবার HKEY_CURRENT_USER থেকে Software থেকে Download Manager খুঁজে নিন। এখানে Connection Speed-এ দুবার ক্লিক করে খুলুন। Value data বক্সে ১০০০০০০০ লিখে Base-এ Decimal select করে OK চাপুন। এখন যেকোনো ডাউনলোড স্পিড দেখবেন অনেক দ্রুত হবে।
http://goo.gl/nHtM ঠিকানা থেকে। আইডিএমের সেটিংসের কনফিগার ঠিকভাবে করতে পারলে এটি অনেক ভালো গতি দেবে। এর আটটি ডিফল্ট কানেকশন পোর্ট একসঙ্গে কাজ করে ফাইল নামিয়ে থাকে। ডিফল্ট কানেকশন ১৬ সেট করে যেকোনো ফাইল নামানোর গতি অনেক বাড়ানো যাবে।
এ জন্য আইডিএম কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Downloads মেনু থেকে Option-এ ক্লিক করে খুলুন। এবার Connection ট্যাব select করে Connection Type/Speed এর বক্সে Other নির্বাচন করে পাশের ঘরে ১০০০০০ লিখুন। Default max. conn. number এর বক্সে ১৬ নির্বাচন করে OK করুন।
এবার Start menu থেকে Run select করে এখানে regedit লিখে Enter চাপুন। এবার HKEY_CURRENT_USER থেকে Software থেকে Download Manager খুঁজে নিন। এখানে Connection Speed-এ দুবার ক্লিক করে খুলুন। Value data বক্সে ১০০০০০০০ লিখে Base-এ Decimal select করে OK চাপুন। এখন যেকোনো ডাউনলোড স্পিড দেখবেন অনেক দ্রুত হবে।
Thanks for sharing such a great information.. It really helpful to me..I always search to read the quality content and finally i found this in you post. keep it up!
ReplyDeletenordvpn crack