নারীর দীর্ঘ জীবনের রহস্য
পুরুষের চেয়ে নারীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্ব বেশি। আর এ কারণেই নারী তুলনামূলক দীর্ঘ জীবন লাভ করে বলে দাবি করেছেন জাপানের টোকিও মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। রোগ প্রতিরোধে ও বিভিন্ন সংক্রমণ সারিয়ে তুলতে শ্বেত রক্তকণিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানবদেহে এই কণিকার পরিমাণ কমতে থাকে। এই হ্রাসের হার নারীর চেয়ে পুরুষের ক্ষেত্রে বেশি। ইমিউনিটি অ্যান্ড অ্যাজিং সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জাপানি ওই গবেষকেরা ২০ থেকে ৯০ বছর বয়সী ৩৫৬ জন নারী-পুরুষের রক্ত পরীক্ষা করে দেখতে পান, শ্বেত রক্তকণিকার টি-সেল ও বি-সেল হ্রাসের হার নারীদের চেয়ে পুরুষের ক্ষেত্রে বেশি। টেলিগ্রাফ।
0 comments:
Thanks for Comment