এনার্জি ড্রিঙ্কসে হৃদযন্ত্রের ক্ষতি

বিশ্বব্যাপী এনার্জি ড্রিংকের যথেচ্ছা ব্যবহার এবং প্রচার নিয়ে উদ্বেগের মধ্যে গবেষকরা জানিয়েছেন এ ধরনের পানীয়ের কারণে হৃদযন্ত্রে এবং রক্তের চাপে নেতিবাক প্রভাব পড়তে পারে। এক থেকে তিনটি এনার্জি ড্রিঙ্ক পানের পর এর প্রভাব নিয়ে পরিচালিত ৭টি সমীক্ষা থেকে প্রাপ্ত উপাত্ত থেকে গবেষকরা এ তথ্য জানিয়েছেন। গবেষকরা বলছেন, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক পানের ফলে রক্তচাপ সামান্য বৃদ্ধি পায় এবং হৃদস্পন্দনের স্থায়িত্বও দীর্ঘায়িত হয়। ক্যালিফোর্নিয়ার এক বিষেশজ্ঞ বলেছেন, এসব ব্যাপারে ব্যক্তি বিশেষকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যারা বেশি পরিমাণে এ ধরনের পানীয় পান করেন তাদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO