উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান থেকে (কমান্ড) দিয়ে সরাসরি কাজ করা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান থেকে অনেক ধরনের নির্দেশনা দেওয়া যায়। এই নির্দেশ (কমান্ড) দিয়ে সরাসরি কাজ করা যায়।
  • regedit রেজিস্ট্রি এডিটর খুলবে। 
  • dfrg.msc ডিস্ক ডিফ্র্যাগমেন্টের জন্য। 
  • dxdiag কম্পিউটারের সব তথ্য দেখা যাবে। 
  • cleanmgr কম্পিউটার ডিস্ক পরিস্কারের জন্য। 
  • control mouse মাউস নিয়ন্ত্রনের জন্য।
  •  control keyboard কি-বোর্ড নিয়ন্ত্রণের কাজে। 
  • control printers প্রিন্টারকে নিয়ন্ত্রণ করা যাবে।
সুত্রঃ প্রথম আলো

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO