সেরা নেতৃত্ব তিনটি বাক্য কখনোই উচ্চারণ করেন না

লিডারশিপ খুবই কঠিন কাজ। আবার একই সাথে লিডারশিপ খুবই সহজ কাজ। কথা বলার সময় নেতৃত্ব যার হাতে তাকে খুব সচেতন থাকতে হবে। কিছু নেতৃত্ব মাঝে মাঝে নির্বোধের মত কিছু কথা বলে ফেলেন। এরকম ৩টি বাক্য কথা বলার সময় এড়িয়ে চলতে পারলে লিডারশিপ আপনার জন্য সহজ হয়ে যাবে।

“আমাকে কোন খারাপ খবর দিবেন না”
আপনি যেহেতু বস হিসেবে সবার উপরে অবস্থান করেন সেহেতু আপনি যা ইচ্ছে তা বলার অধিকার রাখেন। আপনার অফিসের কর্মচারীরা আপনার প্রায় প্রতিদিন আপনার কাছে নানা সমস্যা তুলে ধরছে। আপনি হয়তো বিরিক্ত হয়ে একদিন বলেই ফেললেন, আমাকে কখনো কোন খারাপ সংবাদ দিবেন না। এতে করে কি হবে? আপনার অফিসের সব সমস্যা কি সমাধান হয়ে যাবে? অবশ্যই না। সমস্যাগুলো ক্রমশ বাড়তে থাকবে এবং একদিন টাইম বোমা হয়ে আপনার মুখে আঘাত করবে।

আপনি যদি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে ও বর্তমান অবস্থা সম্পর্কে সচেতন হতে চান তাহলে আপনাকে অবশ্যই সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। আর এতেই প্রতিষ্ঠানের সম্পূর্ণ নিয়ন্ত্রন আপনার হাতে চলে আসবে। আপনার প্রতিষ্ঠানের কর্মচারীরাও প্রশান্তি নিয়ে তাদের কাজ করতে পারবে।

“যদি মানুষ না হয়ে অন্য প্রানী হতেন তবে কোন প্রানী হতে চাইতেন?”
একই ধরণের আরও কিছু প্রশ্ন আছে। যেমন, যৌবনে কোন বই আপনাকে সবচেয়ে প্রভাবিত করেছে? আপনার প্রিয় রঙ কি? পানির আকার কেমন? কর্মচারী নিয়োগের সময় আপনি চাইলে এ প্রশ্নগুলো করতে পারেন। আপনি হয়তো ভাবছেন এ প্রশ্নগুলো দ্বারা তাদের ভিতরে কি আছে তা পরীক্ষা করা যাবে। এবং এর মাধ্যমে সঠিক কর্মচারী বাছাই করে নিবেন।

কিন্তু দুঃখজনক বিষয় হল, এ প্রশ্নগুলো একদমই অর্থহীন মনস্তাত্ত্বিক সুডো খেলা। যেগুলোর মাধ্যমে কখনোই সঠিক কর্মচারী বাছাই করা সম্ভব নয়। যদি নিজের প্রশান্তির জন্য এ প্রশ্নগুলো করে থাকেন তবে কোন আপত্তি নেই। কিন্তু কখনোই এসব প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থীর মান বিচার করতে যাবেন না।

“বিষয়টিকে পারসোনালি নিবেন না”
আপনি একজন মানুষ সম্পর্কে কথা বলছেন,তার কাজ সম্পর্কে আলোচনা করছেন, তার জীবন, কর্মক্ষমতা, পছন্দ বিবেচনা নিয়ে কথা বলছেন। আবার একই সাথে তাকে বলছেন যাতে এসব কিছু পারসোনালি না নেয়। একজন মানুষের সম্পর্কে যত আলোচনা হয় সবই তার ব্যক্তিগত। আপনি তাকে ব্যক্তিগত আক্রমন করলেন আবার একই সাথে পারসোনালি না নেয়ার কথা বললেন। এটা এক ধরণের স্ববিরোধিতা। যদি অফিসিয়াল কাজকে আপনি ‘পারসোনাল’ না ভাবেন তবে আপনি ভুলের মধ্যে আছেন। এ ভুল থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে হবে।

- See more at: http://finance.priyo.com/node/9293#sthash.xZMjsBXn.dpuf

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO