পিসিতে কীভাবে ব্লক করবেন পেনড্রাইভ

এ কাজটি আপনি খুব সহজেই করতে পারেন। এটা করলে আপনার পিসিতে পেনড্রাইভ লাগালেও তা শো করবে না। 
যা করবেন 
১. Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার করুন 
২. HKEY_LOCAL_MACHINE–>System–>Current Control Set–>Services–>USBSTOR এ যান 

৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন। 
ব্যস পেনড্রাইভ ব্লক হয়ে গেল। আবার পেনড্রাইভ ব্যবহার করতে চাইলে ভ্যালুটা আবার ৩ করে দিলেই হবে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO