সন্তান নেয়ার আগে যে কাজগুলো করবেন তরুণ দম্পতিরা

তরুণ দম্পতিরা বয়সের কারণেই অনেক বেশি উচ্ছল হয়ে থাকেন, জীবনটাকে উপভোগ করতে পারেন বেশি। আবার বয়স কম হবার কারণে জীবনের অনেক কিছুই সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। তবে কমবয়সী দম্পতিদের কিছু বিষয় মনে রাখা খুবই জরুরি। সামান্য ভুলের কারণে জীবনের নানান পর্যায়ে সম্পর্ক নিয়ে চলে টানাপোড়ন।
বিয়ে করেছেন বলেই হুট করে বাচ্চা নিতে যাবেন না। যদিও বিয়ের পরই আমাদের সমাজে শুরু হয়ে যায় সন্তান নেয়ার জন্য মানসিক চাপ। প্রত্যেক দম্পতিকেই এটার মুখোমুখি হতেই হয়। কারণ সন্তান তো একসময় নিতে হবেই। কিন্তু সন্তান নেয়ার আগে কী কী করণীয় সেটা জানেন কি? না বুঝে সন্তান নিলে পরবর্তীতে অনেক দম্পতির মাঝেই দেখা দেয় সমস্যা ও দূরত্ব। তাই দাম্পত্যের কল্যাণে হলেও সন্তান নেয়ার আগে কিছু কাজ করতে হবে অবশ্যই।

# প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সন্তান নেয়ার সিদ্ধান্তটি। পরিবারের চাপে পড়ে সন্তান নেয়াটা চরম বোকামি, কেননা এই বিষয়টি আপনার জীবনকে অহেতুক জটিল করে তোলে। সন্তান নেয়া অনেক বড় একটি দায়িত্ব, আপনি সেই দায়িত্বের জন্য তৈরি নাও হতে পারেন। কিংবা আপনি হয়তো তৈরি, কিন্তু আপনার জীবনসঙ্গী তৈরি নন। তাই সন্তান নেয়ার সিদ্ধান্ত দুজনে মিলে অনেক আলোচনা করেই নিন। কারো চাপে নয়।

# সন্তান নেবেন ভালো কথা, কিন্তু তার আগে নিজেদের আর্থিক ভীত মজবুত করুন। সন্তান নেয়া ও লালন পালনের মত আর্থিক সামর্থ্য ও সঞ্চয় করে সিদ্ধান্ত নিন।

# সন্তান নেয়ার একটা প্রভাব মা-বাবার পড়াশোনা ও ক্যারিয়ারে পড়ে। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে তো অবশ্যই। সেই ব্যাপারটিও হিসাবের মাঝে রেখে তবেই পরিকল্পনা করুন।

# সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেয়ার পরই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। দুজনের প্রয়োজনীয় টেস্টগুলো করান, এতে সন্তানের অনেক অসুখ-বিসুখ সম্পর্কে অগ্রিম জানতে পারবেন। তাছাড়া আপনারা দুজনে সুস্থ আছেন কিনা এবং স্ত্রী সন্তানধারণের জন্য শারীরিক ভাবে সুস্থ কিনা সেটা নির্ণয় করাও জরুরি।

# গর্ভধারণের আগেই নারী নিজের সমস্ত জরুরি চিকিৎসা করিয়ে নিন। যেমন গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা করা যায় না। ডাক্তারের পরামর্শ মোতাবেক এই কাজগুলো করে ফেলুন।

# সন্তান নেয়ার আগে পরে দাম্পত্য জীবন কেমন হবে সে সম্পর্কে ভালো ভাবে জেনে নিন। সন্তান নেয়ার কারণে অনেক সময় দম্পতির মাঝে দূরত্ব বেড়ে যায়। এমনকি পরকীয়া ও ডিভোর্স হতে দেখা যায়। তাই অবশ্যই সবকিছু বুঝে নিন ভালো করে।

# বিয়ের পর পরই হুট করে সন্তান নেবেন না। প্রেমের বিয়ে হোক বা পারিবারিক, কিছুদিন অপেক্ষা করুন। ভালোভাবে যাচাই করে দেখুন এই মানুষটির সঙ্গেই বাকি জীবন কাটাতে চান কিনা। তারপর সন্তান নিন।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO