১০ দিনে দুই বার এভারেস্ট চূড়ায়
মাত্র ১০ দিনে দুই বার এভারেস্ট শৃঙ্গে উঠলেন অনসু জামসেনপা। এর মধ্য দিয়ে এক মৌসুমে দুই বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন দুই সন্তানের জননী এ নারী।
ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই রোববার অরুণাচল রাজ্যে ৩২ বছর বয়সি অনসুর দ্বিতীয়বার এভারেস্ট জয়ের খবর দিয়েছে।
২১ মে স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটে ২৯,০৩৫ ফুট উঁচু এভারেস্ট শৃঙ্গে ভারতের পতাকা মেলে ধরেন অনসু। এর আগে তিনি একই স্থানে উঠেছিলেন গত ১২ মে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এভারেস্ট জয়ে অনসু ছয়টি দেশের ১০ সদস্যের একটি আন্তর্জাতিক দলের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই রোববার অরুণাচল রাজ্যে ৩২ বছর বয়সি অনসুর দ্বিতীয়বার এভারেস্ট জয়ের খবর দিয়েছে।
২১ মে স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটে ২৯,০৩৫ ফুট উঁচু এভারেস্ট শৃঙ্গে ভারতের পতাকা মেলে ধরেন অনসু। এর আগে তিনি একই স্থানে উঠেছিলেন গত ১২ মে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এভারেস্ট জয়ে অনসু ছয়টি দেশের ১০ সদস্যের একটি আন্তর্জাতিক দলের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Thanks for Comment