ফেসবুকে আসছে মিউজিক সার্ভিস 'ভাইবস'

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক এর ব্যবহারকারীদের একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষের একটি প্রোগ্রামিং কোড ফাঁস হয়ে গিয়েছিলো। সে কোড ঘেঁটে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, ফেসবুকে আসছে নতুন একটি মিউজিক সার্ভিস।

জানা গেছে, এ সার্ভিসটির নাম হবে ‘ভাইবস’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি ভিডিও চ্যাট সার্ভিসটি চালু করেছে। এই সার্ভিসটি চালুর সপ্তাহ না পেরোতেই নতুন মিউজিক সার্ভিসটি আসার গুজব রটেছে।

অবশ্য, ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সফটওয়্যার ডেভেলপার এবং গবেষক জেফ রোজ ফেসবুকে কোড ঘেঁটে এই তথ্য উদ্ধার করেছেন।

এদিকে জেফ রোজ দাবি করেছেন, ফেসবুকের ফাঁস হওয়া কোডে ‘পিপ’ এবং ‘ভাইবস’ নামের দুটি সার্ভিস আসছে এমন কথা নির্দেশ করে। ‘পিপ’ বিষয়টি হয়তো ভিডিও কলের সঙ্গে জড়িত। কিন্তু ‘ভাইবস’ অংশটি মিউজিক সার্ভিসই নির্দেশ করে।

রোজের আরো দাবি, ‘ভাইবস’ অ্যাপ্লিকেশনটিতে তিনি মিউজিক ডাউনলোড ডায়ালগ বক্স খুঁজে পেয়েছেন। আর এ বিষয়টিই ফেসবুকে মিউজিক সার্ভিস আসছে এ কথা নিশ্চিত করে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO