২শ'কোটি মানুষের জীবনমানোন্নয়নে মোবাইল ব্যাংকিং

উন্নয়নশীল দেশগুলোতে মোবাইল অর্থনৈতিক সেবা এক দশকের মধ্যে ২শ' কোটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।

এক গবেষণায় এ আশা প্রকাশ করেছে বোস্টন কনসালটিং গ্রুপ।


গবেষণায় বলা হয়েছে, "সার্বিকভাবে ২০২০ সালের মধ্যে মোবাইল অর্থনৈতিক সেবা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত মানুষের সংখ্যা শতকরা ৫ ভাগ থেকে ২০ ভাগ কমিয়ে আনবে এবং মোট জাতীয় উৎপাদন (জিডিপি) শতকরা ৫ ভাগ বাড়াবে।"


উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যার ৭২ শতাংশই ব্যাংকিং সেবা কিংবা ক্রেডিট কার্ডের আওতায় নেই।


গবেষণায় বলা হয়েছে, ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে বিনিয়োগের জন্য উদ্যোক্তার সংখ্যা বাড়ে এবং নতুন ব্যবসা ও চাকরির সুযোগ তৈরি হয়।


তারা জানায়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া ও সার্বিয়ার আলোকে গবেষণাটি করা হয়েছে।


নরওয়ের টেলিকম গ্রুপ টেলিনর মঙ্গলবার এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO