বিনামূল্যে বাংলা বই পড়তে ৬টি দারুণ ওয়েবসাইট
কাগজের বইয়ের সময় কি ফুরিয়ে আসছে ক্রমশ! না, একটি তরতাজা বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া আর নতুন বইয়ের ঘ্রাণ এর আবেদন কখনোই ফুরাবে না। তবে ই-বুক বা পিডিএফ ফরমেটের বইয়ের চাহিদাও বেড়েছে। বই রাখা নিয়ে ঝামেলা যেমন নেই— তেমন মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা পিসিতে বসে পড়ে ফেলা যায় সহজেই। একটা মেমোরি কার্ডে রাখা যায় হাজার হাজার বই। যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন। সেইসব বইয়ের পোকাদের জন্য দিচ্ছি ফ্রি-বইয়ের খোঁজ। ঘুরে আসুন অনলাইন বইয়ের জগৎ থেকে। ডাউনলোড করে নিন প্রিয় বই, প্রয়োজনীয় বই। আর সমৃদ্ধ করুন জ্ঞানের পরিধি।
১। বইয়ের দোকান: (www.boierdokan.com)
২। আমার বই: (www.amarboi.com)
৩। সোভিয়েট বইয়ের অনুবাদ: (www.sovietbooksinbengali.com)
৪। অলবাংলাবুকস: (www.allbdbooks.com/viewbook/B/1182/)
৫। বাংলা ইন্টারনেট: (www.banglainternet.com)
৬। দ্য বাংলাবুক: (www.thebanglabook.com)
এগুলো ছাড়াও আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন প্রয়োজনীয় বাংলা বই। তবে একটা বইয়ের পেছনে লেখকের যেমন মেধা ও শ্রমের বিনিয়োগ থাকে তেমন প্রকাশকের থাকে অর্থের বিনিয়োগ। তাই অবশ্যই বই কিনে পড়া উচিত।
- See more at: http://www.priyo.com/
১। বইয়ের দোকান: (www.boierdokan.com)
২। আমার বই: (www.amarboi.com)
৩। সোভিয়েট বইয়ের অনুবাদ: (www.sovietbooksinbengali.com)
৪। অলবাংলাবুকস: (www.allbdbooks.com/viewbook/B/1182/)
৫। বাংলা ইন্টারনেট: (www.banglainternet.com)
৬। দ্য বাংলাবুক: (www.thebanglabook.com)
এগুলো ছাড়াও আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন প্রয়োজনীয় বাংলা বই। তবে একটা বইয়ের পেছনে লেখকের যেমন মেধা ও শ্রমের বিনিয়োগ থাকে তেমন প্রকাশকের থাকে অর্থের বিনিয়োগ। তাই অবশ্যই বই কিনে পড়া উচিত।
- See more at: http://www.priyo.com/
0 comments:
Thanks for Comment