খুব সহজেই কমাতে পারেন বিনোদনের পিছনে আপনার খরচ
বিনোদন আমাদের প্রত্যেকের জীবনেরই একটি অপরিহার্য অংশ। তবে নানা রকম বিনোদন মাধ্যমের পেছনে আমাদের মাসিক আয়ের বেশ বড় একটি অংশই ব্যয় হয়ে যায়। একটূ চেষ্টা করলেই আপনি আপনার পচ্ছন্দের বিনোদন ক্ষেত্রের খরচ কমিয়ে আনতে পারেন।
যদি সিনেমা দেখতে ভালবাসেনঃ
এক্ষেত্রে আপনি রাত অথবা সান্ধ্যকালীন শো দেখতে না গিয়ে দুপুরের ম্যাটিনি শো দেখতে পারেন। কারণ ম্যটিনি শো এর টিকিট তুলনামূলকভাবে সস্তা। বর্তমান কোন মুভি চলছে এবং দাম সম্বন্ধে জানতে স্টার সিনেপ্লেক্স এর ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। মুভি থিয়েটারে ঢোকার আগে দুপুরের খাবার সেরে নিন। যাতে করে শো চলাকালিন সময়ে পপকর্ন বা সোডা এড়িয়ে চলতে পারেন। যদি সিনেমা হলে গিয়ে টাকা নষ্ট করতে না চান, তাহলে বাড়িতে বসে ইন্টারনেট থেকে মুভি নামিয়ে দেখতে পারেন। আজকাল টরেন্ট সাইটের (যেমন- www.thepiratebay.sx, www.kat.ph ইত্যাদি) কল্যাণে প্রায় সব ব্লকবাস্টার মুভির HD ভার্সন অনলাইনে পাওয়া যায়। এছাড়া ডিভিডি-ভিডিও রেন্টাল সার্ভিসও ব্যবহার করতে পারেন। এতে তুলনামূলক ভাবে কম খরচ পড়বে।
যদি রেস্টুরেন্টে খেতে ভালবাসেনঃ
কোন রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে ভালোভাবে খোঁজ-খবর নিন যে তারা কোন ছাড় বা কুপন সার্ভিস দিচ্ছে কিনা। ইন্টারনেট ঘেটেই আপনি এ সম্পর্কে তথ্য পেতে পারেন। এমনই একটি ওয়েবসাইট www.ajkerdeal.com। তাছাড়া কিছু কিছু রেস্টুরেন্টে ‘হ্যাপি আওয়ার’ ব্যবস্থার প্রচলন রয়েছে। এ সুবিধা অনুযায়ী আপনি দিনের বা রাতের একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্ধেক দামে সব খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।
যদি কেনাকাটা করতে ভালবাসেনঃ
অনেকের কাছেই কেনাকাটা বিনোদনের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। কিন্তু সমস্যা হলো অনেকসময় এই অভ্যাসটি বিনোদন থেকে বিলাসিতায় রূপ নিতে পারে।
কোন দোকানে ঢুকলে কিছু না কিছু কিনতেই হবে এমন চিন্তা ত্যাগ করুন। শপিংমলগুলো যদি আপনার বিনোদনের জায়গা হয় তবে বিভিন্ন দোকান ঘুরে তাদের নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা নিন। তারপর মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় বাজেট সংগ্রহ করে জিনিস-পত্রগুলো কিনে ফেলুন। তবে দরদাম করতে একেবারেই ভুলবেন না।
যদি বিভিন্ন কনসার্টে অংশ নিতে ভালবাসেনঃ
অনেক টাকা খরচ করে শুধুমাত্র খ্যাতিমান ব্যান্ডদল বা শিল্পীর কনসার্ট উপভোগ করতে হবে এমন কোন কথা নেই। আপনি যদি সত্যিকার অর্থেই একজন সঙ্গীতপ্রেমী হয়ে থাকেন। তবে, যেকোন ভালো মিউজিক আপনার দৃষ্টি আকর্ষণ করবে। উঠতি ব্যান্ডদলগুলো প্রচারণার জন্য বিনামূল্যে অথবা একদম স্বল্পমূল্যে তদের কনসার্টের টিকিট বিক্রি করে থাকে। তাছাড়া বিভিন্ন কফি শপে বা উৎসব আয়োজনে বিনামূল্যে নামি-দামি শিল্পী ও ব্যান্ডদলের গান শোনার সুযোগ রয়েছে। রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত রেস্টুরেন্ট ‘Fire on Ice’ এ প্রতিদিন খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি বিনামূল্যে মিউজিকাল কনসার্ট উপভোগের সুযোগ মেলে। এই ধরণের সুযোগের সদ্যবহার করুন।
যদি লাইভ কমেডি শো দেখতে ভালবাসেনঃ
এক্ষেত্রে কোন অপেশাদার কৌ্তুকাভিনেতার শো দেখা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। উঠতি সঙ্গীত শিল্পীদের মত এরাও প্রতিভার প্রচারণার উদ্দেশ্যে নামমাত্র মূল্যে লাইভ কমেডি শো এর আয়োজন করে থাকেন। তবে এসব শো প্রায় বিনামূল্যে উপভোগ করা গেলেও ভেন্যুর নিয়ম অনুযায়ী আপনাকে হালকা কিছু খাবার কিনে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে হবে।
যদি ভালবাসেন খেলাধুলা দেখতে
প্রায় সব খেলার ভেন্যুতেই স্টেডিয়ামের একদম উপরের সারির ব্যালকনিতে বসার ব্যবস্থা আছে। এই আসনগুলোর টিকিটের মূল্য অন্যান্য আসনের তুলনায় অনেক কম। তাছাড়া আপনি ইন্টারনেটেও টিকিট কেনার ক্ষেত্রে বেশ সস্তা ডিল পেতে পারেন। একইসাথে আপনি বিরাট লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝক্কি থেকেও মুক্তি পেলেন।
- See more at: http://finance.priyo.com/node/1523#sthash.NhYt0HwM.dpuf
যদি সিনেমা দেখতে ভালবাসেনঃ
এক্ষেত্রে আপনি রাত অথবা সান্ধ্যকালীন শো দেখতে না গিয়ে দুপুরের ম্যাটিনি শো দেখতে পারেন। কারণ ম্যটিনি শো এর টিকিট তুলনামূলকভাবে সস্তা। বর্তমান কোন মুভি চলছে এবং দাম সম্বন্ধে জানতে স্টার সিনেপ্লেক্স এর ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। মুভি থিয়েটারে ঢোকার আগে দুপুরের খাবার সেরে নিন। যাতে করে শো চলাকালিন সময়ে পপকর্ন বা সোডা এড়িয়ে চলতে পারেন। যদি সিনেমা হলে গিয়ে টাকা নষ্ট করতে না চান, তাহলে বাড়িতে বসে ইন্টারনেট থেকে মুভি নামিয়ে দেখতে পারেন। আজকাল টরেন্ট সাইটের (যেমন- www.thepiratebay.sx, www.kat.ph ইত্যাদি) কল্যাণে প্রায় সব ব্লকবাস্টার মুভির HD ভার্সন অনলাইনে পাওয়া যায়। এছাড়া ডিভিডি-ভিডিও রেন্টাল সার্ভিসও ব্যবহার করতে পারেন। এতে তুলনামূলক ভাবে কম খরচ পড়বে।
যদি রেস্টুরেন্টে খেতে ভালবাসেনঃ
কোন রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে ভালোভাবে খোঁজ-খবর নিন যে তারা কোন ছাড় বা কুপন সার্ভিস দিচ্ছে কিনা। ইন্টারনেট ঘেটেই আপনি এ সম্পর্কে তথ্য পেতে পারেন। এমনই একটি ওয়েবসাইট www.ajkerdeal.com। তাছাড়া কিছু কিছু রেস্টুরেন্টে ‘হ্যাপি আওয়ার’ ব্যবস্থার প্রচলন রয়েছে। এ সুবিধা অনুযায়ী আপনি দিনের বা রাতের একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্ধেক দামে সব খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।
যদি কেনাকাটা করতে ভালবাসেনঃ
অনেকের কাছেই কেনাকাটা বিনোদনের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। কিন্তু সমস্যা হলো অনেকসময় এই অভ্যাসটি বিনোদন থেকে বিলাসিতায় রূপ নিতে পারে।
কোন দোকানে ঢুকলে কিছু না কিছু কিনতেই হবে এমন চিন্তা ত্যাগ করুন। শপিংমলগুলো যদি আপনার বিনোদনের জায়গা হয় তবে বিভিন্ন দোকান ঘুরে তাদের নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা নিন। তারপর মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় বাজেট সংগ্রহ করে জিনিস-পত্রগুলো কিনে ফেলুন। তবে দরদাম করতে একেবারেই ভুলবেন না।
যদি বিভিন্ন কনসার্টে অংশ নিতে ভালবাসেনঃ
অনেক টাকা খরচ করে শুধুমাত্র খ্যাতিমান ব্যান্ডদল বা শিল্পীর কনসার্ট উপভোগ করতে হবে এমন কোন কথা নেই। আপনি যদি সত্যিকার অর্থেই একজন সঙ্গীতপ্রেমী হয়ে থাকেন। তবে, যেকোন ভালো মিউজিক আপনার দৃষ্টি আকর্ষণ করবে। উঠতি ব্যান্ডদলগুলো প্রচারণার জন্য বিনামূল্যে অথবা একদম স্বল্পমূল্যে তদের কনসার্টের টিকিট বিক্রি করে থাকে। তাছাড়া বিভিন্ন কফি শপে বা উৎসব আয়োজনে বিনামূল্যে নামি-দামি শিল্পী ও ব্যান্ডদলের গান শোনার সুযোগ রয়েছে। রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত রেস্টুরেন্ট ‘Fire on Ice’ এ প্রতিদিন খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি বিনামূল্যে মিউজিকাল কনসার্ট উপভোগের সুযোগ মেলে। এই ধরণের সুযোগের সদ্যবহার করুন।
যদি লাইভ কমেডি শো দেখতে ভালবাসেনঃ
এক্ষেত্রে কোন অপেশাদার কৌ্তুকাভিনেতার শো দেখা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। উঠতি সঙ্গীত শিল্পীদের মত এরাও প্রতিভার প্রচারণার উদ্দেশ্যে নামমাত্র মূল্যে লাইভ কমেডি শো এর আয়োজন করে থাকেন। তবে এসব শো প্রায় বিনামূল্যে উপভোগ করা গেলেও ভেন্যুর নিয়ম অনুযায়ী আপনাকে হালকা কিছু খাবার কিনে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে হবে।
যদি ভালবাসেন খেলাধুলা দেখতে
প্রায় সব খেলার ভেন্যুতেই স্টেডিয়ামের একদম উপরের সারির ব্যালকনিতে বসার ব্যবস্থা আছে। এই আসনগুলোর টিকিটের মূল্য অন্যান্য আসনের তুলনায় অনেক কম। তাছাড়া আপনি ইন্টারনেটেও টিকিট কেনার ক্ষেত্রে বেশ সস্তা ডিল পেতে পারেন। একইসাথে আপনি বিরাট লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝক্কি থেকেও মুক্তি পেলেন।
- See more at: http://finance.priyo.com/node/1523#sthash.NhYt0HwM.dpuf
0 comments:
Thanks for Comment